বত্রিশ গুটি খেলাটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশেষ করে বাংলাদেশ এবং ভারত বর্ষের কিছু রাজ্যে অতি বিখ্যাত এবং জনপ্রিয় একটি খেলা। দাবা খেলার মতই এটি একটি চেকার ধরনের খেলা। এই খেলাটি খেলতে দুইজন খেলোয়াড়ের প্রয়োজন হয়। গ্রামীন জনগোষ্ঠী অবসর সময়ে ব্যাপকভাবে এই খেলাটি খেলে থাকেন।
খেলার নিয়মঃ
এই খেলাটি খেলতে দুইজন খেলোয়ারের প্রয়োজন হয় এবং প্রত্যেকের হাতে ৩২ টি করে গুটি থাকে।
শুরুতে বৈধ অবস্থানের উপর ভিত্তি করে এই গুটিগুলো একটা একটা করে বসাতে হয়। হাতে গুটি থাকা অবস্থায় কোনো গুটিকে খাওয়ার মত হলে তাকে খাওয়া যাবে।
হাতের গুটি শেষ হয়ে গেলে বৈধ অবস্থানের উপর ভিত্তি করে এই গুতিগুলোকে এক ধাপ করে অগ্রসর করতে হয়। যদি একজন খেলোয়াড়ের গুটি অন্য খেলোয়াড়ের গুটিকে ডিঙ্গিয়ে পার হতে পারে তাহলে সে ১টি পয়েন্ট পায়। এভাবে একজন খেলোয়াড় সর্বমোট ৩২টি পয়েন্ট অর্জন করতে পারলে তাকে বিজয়ী হিসেবে ধরা হয়।
আপনি যদি ষ94rummy.comোল গুটি খেলাটি আগে খেলে না থাকেন, তাহলে দয়া করে আগে ষোল গুটি খেলাটি আগে খেলুন। ষোল গুটি খেলাটি পাওয়ার জন্য ভিজিট করুনঃ https://play.google.com/store/apps/details?id=circle.game.bead16
বিস্তারিত জানার জন্য http://i-it.org/ এ যাওয়ার জন্য অনুরোধ করছি।
বাংলাদেশি খেলা, ভারতীয় কেলা, গ্রাম্য খেলা, গ্রামীন খেলা, My Banglalink. MyGP, GPAY
</br></br></br></br></br>
prve Bioskop Online
next VietJet Air